প্রশ্নগুলো:
আপনি কি রকম এসইও (SEO) করতে চান আপনার ওয়েব সাইটের জন্য?
আপনার চাওয়া গুলো কি আমাকে লিখিতভাবে একটি তালিকা দিন।
বিঃদ্রঃ আপনার চাওয়া গুলো আমার জন্য একটি সিলেবাস’ এর মতো কাজ করবে.
আপনি আপনার ওয়েব সাইটের কোন ধরনের এসইও (SEO) করাতে চান? এসইও (SEO) দুই ধরনের হয়। লোকাল এসইও (Local
SEO) এবং গ্লোবাল এসইও (Global
SEO) ।
আপনি যে ওয়েবসাইট টি এসইও (SEO) করাতে চান, সেটা কি প্রথম এসইও (SEO) করা হবে, নাকি আগে ঐ ওয়েবসাইটটির এর এসইও(SEO) করা হয়েছিল?
আপনার ওয়েবসাইটটির পুরো এসইও (SEO) করাবেন? নাকি ওয়েবসাইটটির কোন অংশ বিশেষ (যেমন, শুধু অনপেজ (On-Page SEO) অথবা শুধু অপপেজ এসইও (Off-Page SEO)) করাবেন?
অনপেজ
আপনার ওয়েবসাইটটির অনপেজ এসইও (On-Page SEO) করার জন্য আামাকে আপনার ওয়েব সাইটের কিছু তথ্য দিন।
আপনার যে ওয়েবসাইটটি এসইও (SEO) করাবেন সেটি কি সঙ্ক্রান্ত বা কি ধরনের অথবা কিসের ওয়েবসাইট? (যেমন: ব্যাবসা, শিক্ষা, সেবা ইত্যাদি)
যদি আপনি পারেন! আপনার ওয়েবসাইটটির সারর্মম আামকে সংক্ষিপ্ত ভাবে ১০০ শব্দের মধ্যে লিখে দিন।
যদি আপনি পারেন! আপনার ওয়েবসাইটটির প্রত্যেক পেজ এবং আর্টিকল এর সারর্মম আামকে সংক্ষিপ্ত ভাবে ৫০ শব্দের মধ্যে লিখে দিন।
আপনার ওয়েবসাইটটির জন্য আপনি কিওয়ার্ড রিসার্স(Keyword Research) করেছেন? যদি করে কিওয়াড রিসার্স(Keyword Research) করে থাকেন সেগুলো আমাকে দিন।
যদি আপনি কিওয়ার্ড রিসার্স(Keyword Research) না করে থাকেন, তাহলে আপনার ওয়েবসাইট এর জন্য আপনার পছন্দেনীয় কিওয়াড (Keyword) গুলো আমাকে দিন।
আপনার ওয়েবসাইটটি কোন প্রেটান দ্বারা তৈরী?
আপনার ওয়েবসাইটটি কোন প্লাটফোমের ওয়াডপ্রেস (WordPress), জুমলা (jumla), ইত্যাদি?
গেস্ট পোস্টিং এর জন্য আপনার কি কোন আটিকেল আছে? থাকলে সেটি আমাকে দিন।
আর যদি না থাকে তাহলে আমি কিভাবে গেস্ট পোস্টিং করবো আমাকে বলবেন?
যদি আপনার নিজের কোন আটিকেল না থাকে তাহলে কোন সমস্যা নেই।
আপনি যদি বলেন তাহলে আমি নিজে আটিকেল লিখে নিতে পারি। তবে এক্ষেত্রে আটিকেল এর জন্য আপনি অতিরিক্ত বিল প্রধান করতে হবে।
আপনি যদি বলেন তাহলে আমি অন্য কোথাও থেকে কপি করে গেস্ট পোস্টিং এর কাজ করতে পারি, এতে আপনার ওয়েব সাইটের কোন লাভ হবে না বরং ক্ষতি হতে পারে।
0 comments:
Post a Comment